শিরোনাম
ভালুক গাছী ইউপি সংলগ্ন জামে মসজিদ।
ইতিহাস
<p>ভালুক গাছী ইউপি সংলগ্ন জামে মসজিদ টি ১৯৯৪ ইং সনে কুয়েত এক মহিলার নিজ আর্থিক অনুদানের এই জামে মসজিদটি নিমির্ত হয়ে ছিল । ২০০০ ইং সনে আবার ইউপির চেয়ারম্যান সাহেব ও বাজার কমিটির উদ্যেগে পুনরায় মসজিদটি বারান্দা বৃদ্ধি করা হয়। ২০০৯ ইং সনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ওযু খানা তেরি করে দেন।</p>