গোটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় পুঠিয়া উপজেলার উত্তরে নওপাড়া বাজার থেকে ২ কি: মি: পশ্চিমে অবস্থিত । এবং ভালুক গাছী ইউনিয়নের ৩ কি: মি পূবে অবস্থিত । ১৯৯৫ ইং সনে এলাকার কিছু গন্যমান্য ব্যক্তি বর্গের নিজ নিজ উদ্যেগে বাঁশ , টিন, দ্বারা প্রথম ১ টি অফিস কক্ষ , ৩ টি শ্রেণী কক্ষ তেরি করা হয় । এলাকা হতে হারী তুলো চেয়ার ,টেবিল ,হাই বেনচ , সিট বেনচ ক্রয় করে ৬ ষ্ঠ শ্রেনী হতে ৮ ম শ্রেণী পযন্ত ক্লাশ শুরু করা হয় । এর পর ২০০০ সনে ফ্যাসেলিটি ভবন নিমার্ন হয়। বতমানে গোটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় আধুনিক প্রতিষ্ঠানে রুপানরিত করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস