আদিবাসী সম্প্রদায়ের কারাম উৎসব
রাজশাহী অঞ্চলে সাঁওতাল আদিবাসীদের বসবাস ৪ ভালুক গাছী ইউনিয়নে আদিবাসী সাওতাল ওঁরাও সম্প্রদায়ের লোকের বসবাস।তারা সারা বৎসর বিভিন্ন অনুষ্ঠানে মাতে।সাঁওতাল সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব কারম বাডাল পুজা।এটা তারা অনেক ধুমধামের সাথে করে।
মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব
এলাকায় মূলত মুসলিম অধশিত আর মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা ও ঈদুল ফিতর।এই দুইদিন মুসলিম সম্প্রদায়ের লোকেরা নানা উৎসবে মেতে উঠে।
হিন্দু সম্প্রদায়ের দূর্গা উৎসব
৪ নং ভালুক গাছী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা।ইউনিয়নে প্রায় প্রতি বৎসর ১৫ থেকে ২০ টি পর্যন্ত পূজা মন্ডপ তৈরি হয়।৪ নং ভালুক গাছী ইউনিয়নের অতি নিকটে নওপাড়াও পশ্চিমভাগ সেখান থেকে বার ভুঁইয়ার অন্যতম রাজা কংশ নারায়ন প্রথম উপমহাদেশে সারম্বরে দুর্গা পূজা উৎসব আশ্বিন মাসে আরাম্ভ করে এরই ধারাবাহিকতায় এ অঞ্চলে প্রতি বৎসরে দুর্গ পূজার সময় উৎসব শুরু হয়।আর দুর্গা পূজার বিজয় দশমীর দিন রহু পূর্ব থেকে হোজা অন্তকান্দি নদীর ধারে দুর্গার বিসর্জন উপলক্ষে বিশাল মেলা বসে।এই এখন এলাকার ঐ হিথ্যে পরিনত হয়েছে।
ভালুকগাছী ইউনিয়নের মানুষ ভাষা ও সংস্কৃতি মনা তারা সব সময় বিভিন্ন উৎসবে মেতে থাকে । ইউনিয়নে ১৪ টি প্রাথমিক,১ কলেজ,২টি আলীম মাদ্রাসা.৩টি দাখিল মাদ্রাসা,৬টি হাইস্কুল,১টি বালিকা সহ আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে ।সংস্কৃতি ক্লাব ৩টি ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS